পিরোজপুর : পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়ক ও বন বিভাগের অবহেলায় ঝড়ে গেল একটি তাজা প্রাণ।
আজ সোমবার সকালে পৌর এলাকার ভান্ডারিয়া-কাঠালিয়া মহাসড়কের পূর্ব ভান্ডারিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মুবিন (২৭) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়। এসময় সাথে থাকা নামজুল নামের তার বন্ধু আহত হয়েছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে নিহত মুবিন তার বন্ধু নাজমুলের বাসার সামনে (সড়কের পাশে) দাড়িয়ে কথা বলছিল। এ সময় পার্শবর্তী কাঠালিয়া উপজেলা থেকে ভান্ডারিয়ার চরখালীগামি একটি মালবাহি ট্রাক দ্রুত গতিতে আসার সময় ভান্ডারিয়া পৌর শহরের পূর্ব ভান্ডারিয়ার আহত নাজমুলদের বাড়ির সামনে দীর্ঘদিন যাবত সড়কের উপর ঝুঁকে থাকা বন বিভাগের একটি শিশুগাছে ধাক্কা দিলে গাছটি উপড়ে গিয়ে চাপা পড়ে মুবিন গুরুত্বর আহত হয়। মুবিনকে তাৎক্ষনিক উদ্ধার করে ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
স্থানীয় সূত্রে আরো জানাগেছে, উপজেলার ভান্ডারিয়া-কাঠালিয়ার সড়কের বিভিন্ন স্থানে সড়কের উপর ঝুঁকে থাকা বন বিভাগের গাছ রয়েছে। ট্রাকের ধাক্কায় যে গাছটি পড়ে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে, সেই ঝুঁকিপূর্ণ গাছটির ছবি গত কয়েকদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দুর্ঘটনা থেকে রক্ষায় স্ব-স্ব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনে।
এ বিষয়ে সড়ক কিংবা বন বিভাগ যান চলাচল নিশ্চিতে কোন ব্যাবস্থা নেয় না। উল্টো কেউ কোন গাছের ডালপালা কাটলেও বন বিভাগ কর্তৃপক্ষ মামলার ভয় বা মামলা দিয়ে হয়রানি করেন। এ মৃত্যুর দায় বন বিভাগকে নিতে হবে বলে মন্তব্য করেছেন এলাকাবাসী।
ভান্ডারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করা হয়েছে। ঘাতক ট্রাকটি উদ্ধারের জন্য যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।
নিহত মুুবিন উপজেলার ইকড়ি ইউনিয়নের মাদার্সি গ্রামের শিক্ষক মো. বাদল মাস্টারের একমাত্র ছেলে এবং বরিশাল চাখার কলেজের মার্স্টাস প্রথম বর্ষের শিক্ষার্থী।