পিরোজপুর

ভান্ডারিয়ায় গৃহবধূকে শ্লীলতাহানী, যুবককে গ্রেফতার করলেন এস.আই.জিয়া

By admin

August 10, 2022

 

বরিশাল প্রতিনিধিঃ সৌদি প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে অভিক নামের এক বখাটে যুবককে গ্রেফতার করেছে ভান্ডারিয়া থানার চৌকস পুলিশ অফিসার জিয়াউর রহমান।

 

 

এজাহার সুত্রে জানা যায় পিরোজ পুরের ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামের ০৮ নং ওয়ার্ডের মৃত্যু রুস্তম আলীর বখাটে ছেলে অভিক দীর্ঘদিন যাবৎ উপজেলার ইকরী গ্রামের ০৫ নং ওয়ার্ডের জুলহাস হাওলাদের কলেজ পড়ুয়া মেয়ে জোসনা আক্তারকে দীর্ঘদিন যাবৎ পথে ঘাটে উত্তক্তো করে আসছে। জোসনা আক্তারের স্বামী বিদেশে থাকায় এবং তার ১ বছরের একটি পুত্র সন্তান থাকায় পিরোজপুর সোহরাওয়ার্ধী কলেজে পড়ার সুবাধে বাবার বাড়ি বাস করে।

 

 

দীর্ঘদিন যাবৎ জোসনার সহপাঠি বখাটে অভিক পথে ঘাটে বিরক্ত করে আসছিল। ঘটনার দিন ৩১ জুলাই বিকালে জোসনা তার বাবার বাড়ির সামনে রাস্তায় প্রয়োজনীয় কাজে গেলে বখাটে অভিক ও তার আর এক সহযোগীর সহযোগীতায় পথরোধ করে হাত ধরে টানাটানি করে এবং শ্লীলতাহানীর চেষ্টা করে। পরবর্তীতে তার ডাক চিৎকারে আসামীরা পালিয়ে। গত ৯ আগষ্ট জোসনা আক্তার ভান্ডারিযা থানায় নারী ও শিশু দমন আইন ২০০০(সংশোধনী/২০০৩) এর ১০/৩০ তথ্যসহ ৫০৬ পেনাল কোড, যৌন পীড়ন করা ও সহযোগীতা করার অপরাধে মামলা দায়ের করেন।

 

 

মামলার এক দিনের মধ্যে ভান্ডারিয়া থানার চৌকস পুলিশ অফিসার জিয়াউর রহমান তার সংগীয় ফোর্স নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ধ্রর্ত এজাহার ভুক্ত বখাটে প্রধান আসামী অভিককে গ্রেফতার করেন এবং কোর্টে প্রেরন করেন।