পিরোজপুর

ভান্ডারিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

By admin

March 04, 2022

 

নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় ২০৫ পিস ইয়াবাসহ রহিম (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ।

 

বৃহস্পতিবার রাতে উপজেলার ৪নম্বর ইকড়ি ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

রহিম ঐ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মোতালেব হাওলাদার এর ছেলে।

 

এ বিষয়ে ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে। শুক্রবার আদালতের মাদ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।