ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০
পিরোজপুর: ভাণ্ডারিয়া উপজেলায় একা পেয়ে এক স্কুলছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে ইসমাইল মাতুব্বর (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার জুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ইসমাইল মাতুব্বর জুনিয়া গ্রামের জাহাঙ্গীর মাতুব্ববের ছেলে। ভুক্তভোগী মেয়েটি স্থানীয় মিরাজুল ইসলাম প্রি-ক্যাডেট স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রী।
ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, বাড়িতে মেহমান আসায় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মেয়েটির মা তাকে স্থানীয় জুনিয়া বাজারে তার দাদার কাছে পাঠায়। দাদা একটি মুরগি কিনে দিলে মেয়েটি সেটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। সে স্থানীয় আলমগীর আকনের সুপারি বাগানের সামনের সড়কে পৌঁছালে ইসমাইল মাতুব্বর তাকে পথরোধ করে শ্লীলতাহানী করে। এসময় মেয়েটি ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে সে ঘটনাস্থল ত্যাগ করে। পরে মেয়েটি কাঁদতে কাঁদতে তার স্বজনদের কাছে গিয়ে ঘটনাটি জানায়।
এরপর স্বজনরা তেলিখালী পুলিশ তদন্তের কেন্দ্রের দিকে রওয়ানা হলে ইসমাইল তাদের ওপর হামলা চালায়। এতে মেয়েটির চাচা মো. জসিম (৩০) ও কামাল হোসেন (৪২) গুরুতর আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাণ্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, মেয়েটির মা বাদী হয়ে লম্পট ইসমাইল মাতুব্বরসহ ১১ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ মামলার প্রধান আসামি ইসমাইল মাতুব্বরকে গ্রেপ্তার করেছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক