পিরোজপুর

ভাণ্ডারিয়ায় যুবতীর বিষপানে আত্মহত্যা

By admin

July 16, 2021

 

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে মিতুকা হালদার সাথী (২৪) নামের এক যুবতী বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি গোলবুনিয়া গ্রামের নিরঞ্জন হালদারের মেয়ে।

 

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে এবং ঘৃণায় মিতুকা হালদার নিজ বাড়ীর আধাপাকা টিনসেড ঘরের দোতলায় বৃহস্পতিবার যে কোন সময়ে বিষপান করেন। ঘটনা লক্ষ করার সাথে সাথে স্বজনরা তাকে গ্রাম্য ডাক্তার দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ভাণ্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করা এবং এ ঘটনায় শুক্রবার সকালে ভাণ্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।