ভাণ্ডারিয়ায় প্রতিপক্ষের হাতে পরেশ হাওলাদার (৬০)এক জেলের মৃত্যু হয়েছে। গত রবিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার ধাওয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পূর্ব পশারীবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পরেশ হাওলাদার ওই গ্রামের সখানাথ হাওলাদারের ছেলে।
এ ঘটনায় জড়িত সন্দেহে ওই রাতেই পুলিশ দুইজনকে আটক করেছেন। আটককৃতরা হলো একই গ্রামের নির্মল হাওলাদার (৬৫) ও তার ছেলে সুব্রতা হাওলাদ (২৫) ।
স্থানীয় ও থানা পুলিশ এবং নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক দশটার দিকেস্থানীয় পশারীবুনিয়া নাথপাড়া জুগির খালে জাল পাততে যায়া নির্মল হাওলাদার ও তার ছেলে সুব্রতা হাওলাদার এবং মাধব চন্দ্র মিস্ত্রির ছেলে নারায়ন মিস্ত্রী ।
এর পূর্বে ওই একই স্থানে বেসন জাল পাতেন পরেশ মিস্ত্রি । যখন পরেশের পাতা জালের সামনে ওই তিনজন বাধা জাল পাততে শুরু করলে নিষেধ করেন পরেশ। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে তিন জনে ক্ষিপ্ত হয়ে জেলে পরেশ হালদার কে এলোপাতারি মারধর শুরু করলে পরেশ হালদারের এর মৃত্যু হয় ।
এ বিষয়ে ভাণ্ডারিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুমুর রহমান বিশ্বাস পরেশেরে মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, সোমবার (২৬ এপ্রিল) মৃতের লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে । অধিকতর তদন্তের স্বার্থে এখনই সকল ঘটনা বলা যাচ্ছে না।