নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়ন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৯ মে) রাতে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরান ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তৌফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বড়াকোঠা ইউনিয়ন ডিগ্রি কলেজ শাখার হাসান ডাকুয়া সভাপতি ও জুবায়ের হোসেন জিসানকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
ওই কমিটিতে শুভ মুন্সি সিনিয়র সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ইমাম মল্লিক সাংগঠনিক সম্পাদক, সোহেল খান, দপ্তর সম্পাদক, আবিদ হাওলাদার এবং সেজান ফকিরকে প্রচার সম্পাদক করা হয়েছে।
গঠিত কমিটিকে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনপূর্বক জেলা ছাত্রদল কমিটি বরাবর পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে।