বড়াকোঠা ইউনিয়ন ছাত্রদলের দুই কমিটি গঠন, নেতা-কর্মীদের ক্ষোভ

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদকঃ উজিরপুরে বড়াকোঠা ইউনিয়নের ছাত্রদলের দুই কমিটি গঠন নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে কোন কমিটি বৈধ এ নিয়ে প্রশ্ন তুলেছে অনেক নেতাকর্মীরা। এ পরিস্থিতিতে দলের সাংগঠনিক কর্মকাণ্ড ঢিমেতালে চলছে।

 

দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি উজিরপুর উপজেলা ছাত্রদল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মোঃ আরিফ মাহমুদকে বড়াকোঠা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও মোঃ আরাফাত সিকদারকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয়।

 

এরপর একই মাসের ১৭ ফেব্রুয়ারি উপজেলা ছাত্রদলের প্যাডে আরাফাত এস মিরাজকে সভাপতি ও মোঃ বাইজিদকে সাধারন সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট আরএকটি কমিটির অনুমোদন দেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মনির সরদার ও সদস্য সচিব মুরাদ হাওলাদার রনি।

 

এ নিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মীরা বলেন, বড়াকোঠা ইউনিয়ন ছাত্রদলের পদ কেনাবেচা হইছে। একটি কমিটি অনুমোদন দেওয়ার ১২ দিনের মাথায় আর একটি কমিটি দেওয়া এটা হ্যস্যকর।

 

তারা আরও বলেন, সাংগঠনিক ভাবে একটি কমিটির মেয়াদ দুই বছর থাকলেও উপজেলার নেতারা কিভাবে ১২ দিনের মাথায় আরেকটি কমিটি দেয়।তারা পকেট কমিটি করেছে ।এভাবে ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীরা পদবঞ্চিত হলে দলের সাংগঠনিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়বে।

 

এ বিষয়ে জানতে চাইলে উজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনির সরদার বলেন, যোগ্য ও ত্যাগী নেতাদেরই প্রস্তাবিত কমিটির তালিকায় রাখা হয়েছে। তবে ব্যক্তিগত স্বার্থে কেউ কেউ অভিযোগ করতে পারেন। কারও কাছ থেকে কোনো আর্থিক সুবিধা নেওয়ার প্রশ্নই ওঠে না।

 

দুটি কমিটির বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুরাদ হাওলাদার রনি বলেন, ৪ তারিখের কমিটি একটি খরছা মাত্র এটা আমরা জেলা নেতৃবৃন্ধকে পাঠাইছিলাম তবে বিভিন্ন মাধ্যমে জানতে পারি এখানে অছাত্র, বিবাহিতরা রয়েছে তাই আহবায়ক কমিটির সকল সদস্যদের নিয়ে পরবর্তীতে ৫ সদস্য বিশিষ্ট কমিটি দেওয়া হয়েছে এবং খরছা কমিটির লিষ্ট ছিড়ে ফেলা হয়েছে সেটাই কেউ জুড়িয়ে ফেজবুকে প্রচার করছে।

 

তিনি আরও জানান, আমার খুব শিঘ্রিই একটি প্রেস রিলিজের মাধ্যমে এই বিষয়টি সবার সামনে নিয়ে আসব।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ