ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশাল : ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কক্সবাজারে ছাদ থেকে পড়ে মুসা (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরের তারাবনিয়াছড়ায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোর কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের মোহাম্মদ নুরুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শাহাবুদ্দীন সিকদার।
তিনি জানান, ফুটবল বিশ্বকাপ সামনে রেখে পতাকা কিনে আনে মুসা। বিকেলে পরিবারের সবাই ঘুমালে মুসা পতাকা টাঙাতে গিয়ে তিনতলা ছাদ থেকে পড়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক