বোরহানউদ্দিনে জনতার হাতে দুই গরু চোর আটক

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২২

বোরহানউদ্দিনে জনতার হাতে দুই গরু চোর আটক
নিউজটি শেয়ার করুন

 

ভোলার বোরহানউদ্দিনে গরু চুরি করে নেয়ার পথে অটোরিকশা সহ জনতার হাতে ধরা পড়েছে গরুচোর সিন্ডিকেটের দুই সদস্য।

 

রবিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মিলন বাজার এলাকায় মো. কামাল হোসেন নামক এক কৃষকের গরু চুরির সময় আটক হয় তারা।

 

আটককৃত দুই চোর হলো তজুমুদ্দিনের চাঁদপুর ৪নং ওয়ার্ডের মো. রিয়াজ ও ভোলা সদরের মো. মাহফুজ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কৌশলে জনতা দুই চোরকে হাতেনাতে আটক করে। পরে থানায় অবগত করলে বোরহানউদ্দিন থানার এসআই লিখন সঙ্গীয় ফোর্সসহ জনতার হাত থেকে দুই চোর ও একটি অটোরিক্সা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. শাহীন ফকির জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মামলা প্রক্রিয়া শেষে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ