বরিশাল বিভাগ

বোরহানউদ্দিনে খাল থেকে অজ্ঞাত বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

By admin

January 05, 2021

 

ভোলা : ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) ভাসমান ময়দেহ উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার বেলা ৩টার দিকে ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মুচিরপোল এলাকার খাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন জানান, স্থানীয়রা মরদেহটি খালে ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার যায়নি।

 

প্রাথমিক তদন্তে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান ওসি।