উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করায় রোববার (১৭ অক্টোবর) থেকে ভারি-মাঝারি বৃষ্টি হচ্ছে উপকূলে। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে এজন্য।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় এ পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পটুয়াখালী আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ মাসুদ রানা।
এছাড়া জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি ও তাপমাত্রা কম থাকায় হঠাৎ বিড়ম্বনায় পড়ছেন জনগণ। সড়ক ও হাটবাজারে খেটে খাওয়া মানুষের উপস্থিতি কম দেখা গেছে।
দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি থাকায় সমুদ্র সৈকত কুয়াকাটায় কমেছে পর্যটক। উপস্থিত পর্যটকদেরও সাগরে নামতে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে।
এতে বেকার সময় কাটাচ্ছেন সৈকত সংশ্লিষ্ট ক্যামেরা পার্সন, পর্যটক গাইড ও ব্যবসায়ীরা।
এদিকে নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি না পেলেও বাতাসের চাপ অনেকটা বেড়েছে। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস।
এছাড়া মাছধরা ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে।