সারাবাংলা

বেনাপোল সীমান্তে ১১ পিস্তল- ম্যাগজিনসহ আটক ৩

By admin

September 05, 2020

 

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১১টি পিস্তল, ২২টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি, ১৪ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় বেনাপোল সীমান্তের রঘুনাথপুর থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এ আগ্নেয়াস্ত্র ও মাদকের চালান আটক করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানায় বিজিবি।

 

আটকরা হলেন, যশোরের শার্শা উপজেলার সরবানহুদা শহীদ বিশ্বাসের ছেলে আনারুল (৩৬), একই গ্রামের সাদেক বিশ্বাসের ছেলে আলমগীর (৪০) ও ঘিবা গ্রামের এজুবার মোড়লের ছেলে সাজজুল।

 

বিজিবি জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে অস্ত্র, গুলি ও মাদকের একটি চালান পাচার করছে। পরে বিজিবি সীমান্তে জনবল বাড়ায়। একপর্যায়ে পাচারকারীরা সীমান্ত অতিক্রমের সাথে সাথে ধাওয়া করে দুই জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১টি পিস্তল, ২২টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি ও ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিরা জিজ্ঞাসাবাদে জানায় অস্ত্র, গুলি এবং গাঁজা ভারতীয় চোরাকারবারির নিকট হতে সংগ্রহ করে বাংলাদেশি মাদক সম্রাট বেনাপোলের রঘুনাথপুরের কেরামত মল্লিকের ছেলে বাদশা মল্লিক। আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।