ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২২
বেতাগীঃ বেতাগীতে ৫০ তম জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন উপজেলা পর্যায়ের খেলাধূলা আজ সোমবার বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তিতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার এএম মাসুদুর রহমান, ক্রীড়া সমিতির সম্পাদক মো. মিজানুর রহমান মজনু, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সেলিম আহমেদ, ক্রীড়া সমিতির সদস্য সচিব মো. লুৎফর রহমান স্বপন। আলোচনা শেষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিজয়দের মধ্য পুরস্কার বিতরণ করা হয়।
এসময় সকল স্কুল, মাদরাসা ও মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান ও ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক