ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২
বরিশালঃ বরগুনার বেতাগী উপজেলায় নিজ ঘর থেকে আবদুল খালেক (৫৫) নামের এক মুদিদোকানির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।
আবদুল খালেক বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত হাকিম হাওলাদারের ছেলে। তিনি ওই এলাকার খানের হাট বাজারের মুদি ব্যবসায়ী ছিলেন।
প্রতিবেশীরা জানিয়েছেন, ওই ব্যবসায়ী বুধবার রাতে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নেন। পরে পরিবারের সদস্যরা তাঁর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়।
আবদুল খালেকের ছোট ভাই মো. জলিল বলেন, ‘আমার ভাই তিনবার স্ট্রোক করেন। তা ছাড়া তাঁর মানসিক সমস্যা ছিল। পরিবারের কারও সঙ্গে তাঁর ঝগড়া হয়নি। কী কারণে তিনি আত্মহত্যা করলেন, তা বুঝতে পারছি না। আমি মৃত্যুর খবর পেয়ে রাতে তাঁর বাড়িতে যাই। এরপর পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় থাকা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
বেতাগী থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুস সালাম বলেন, লাশটি উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক