ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২২
বেতাগী প্রতিনিধি ॥ বরগুনার বেতাগীতে বিষপানে স্কুল ছাত্রীর আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
স্কুল ছাত্রী বরগুনার বেতাগীর বিবিচিনি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফুলতলা গ্রামের কৃষক রাসেল খানের মেয়ে মিম আক্তার (১৩)। ফুলতলা বিবিচিনি বিকাশ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে বিষপান করে। পড়ার টেবিলের পাশে মুমূর্ষু অবস্থায় মা দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলেকর্তব্যরত চিকিৎসক আবাসিক কর্মকর্তা রবীন্দ্রনাথ সরকার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) প্রেরণ করেণ। কিন্তু বরিশাল শেবাচিমে নেওয়া পথে মৃত্যু হয় মিমের। কোন কারণে বা অভিমানে মিমের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।
গতকাল শনিবার গভীর রাতেই তার মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহআলম হাওলাদার জানান, এ বিষয় থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থ্যা নেওয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক