বেতাগীতে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র আহত

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২২

বেতাগীতে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র আহত
নিউজটি শেয়ার করুন

 

বরগুনার বেতাগীতে পারিবারিকভাবে জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে এক যুবক।

 

আহত যুবককে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি করানো হয়েছে। এ নিয়ে বেতাগী থানায় মামলা হয়েছে।

 

মামলার বিবরণ থেকে জানা গেছে, উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল খায়ের। দীর্ঘদিন যাবত তাঁর পৈর্তৃক সম্পত্তি আবুল কালামের সাথে বিরোধ চলে। বরগুনা আদালতে জমিসংক্রান্ত মামলা রয়েছে। গত শনিবার সকালে গবাদি পশুর খাবার খড়কুটো আনতে আবুল খায়েরের ছেলে আরিফুর ইসলাম মাঠে যায়। এমন সময় তাঁর প্রতিপক্ষ আরিফের কাকা আবুল কালাম এবং তাঁর ছেলেরা দলবলসহ দেশীয় অস্ত্র রড, রানদা এবং গাবের কচা নিয়ে আক্রমন করে। এলোপাথারিভাবে আক্রমনে আরিফুর ইসলাম ডান পা ভেঙে যায়। এসময় তাঁর স্বজনরা এসে তাঁকে রক্তাক্তজখম অবস্থায় উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা রবীন্দ্রনাথ সরকার বলেন,‘ দেশীয় অস্ত্রের আঘাতে আরিফের ডানপা কয়েকস্থান থেকে ভেঙেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য আজ বৃহস্পতিবার সকালে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে আজ প্রেরণ করা হয়েছে।

 

আরিফের বাবা আবুল খায়ের জানান, আমার ছেলে আরিফ মেধাবী ছাত্র। সে হিসাব বিজ্ঞান বিষয়ে বরগুনা সরকারি কলেজের চর্তুথ বর্ষের ছাত্র। উপুর্যপরি আঘাতে তাঁর ডান পায়ের কয়েকস্থানে ভেঙেছে।’ বেতাগী থানায় মামলা হওয়ায় আরিফের প্রতিপক্ষ আবুল কালামসহ তাঁর দলবল গাঁ ঢাকা দিয়েছে। এ কারণে তাঁর সাথে মুঠোফোনে কথা বলা সম্ভব হয়নি।

 

এবিষয মামলার তদন্তকারী কর্মকর্তা করুণ চন্দ্র বিশ্বাস বলেন,‘ থানায় মামলা হয়েছে। তদন্ত করে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। ’


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ