বেতাগীতে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২

বেতাগীতে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিউজটি শেয়ার করুন

 

বরগুনার বেতাগীতে বিপুল ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

 

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সোমবার রাতে উপজেলার কিসমত ভোলানাথপুর ও করুণা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হলেন-বেতাগী পৌরসভার ইসমাইলের ছেলে রিপন, পাথরঘাটার আবদুর রশিদের ছেলে আবদুর রব ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৯নং ওয়ার্ডের বাসিন্দা সোলায়মানের ছেলে জসিম।

 

পুলিশ জানায়, ডিবির একটি টিম কিসমত ভোলানাথপুর ও করুণা এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় রিপন হাওলাদারের কাছ থেকে ২৭ পিস, আব্দুর রবের কাছ থেকে ১ হাজার ৫০ ও জসিমের কাছ থেকে ২০০ পিসসহ মোট ১ হাজার ২৭৭ পিস ইয়াবা জব্দ করা হয়।

 

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ