বীরমহলে সন্তানের হাতে মারধরের স্বীকার বৃদ্ধ মা

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২২

বীরমহলে সন্তানের হাতে মারধরের স্বীকার বৃদ্ধ মা
নিউজটি শেয়ার করুন

 

বরিশাল প্রতিনিধি:: নিজ জন্মধাত্রী মাকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে নিজ সন্তানের উপর। রামচন্দ্রপুর ইউনিয়নের বীরমহল গ্রামের শুধাংশু শিয়ালী বিগতদিনে প্রায়ই তার নিজ মাকে মারধর করে আহত করা সহ ঘরে বন্ধি করে রাখত বলে শুধাংশুর বৃদ্ধ মা করুনা শিয়ালী জানায়।

 

মারধরের ধারাবাহিকতা বজায় রেখে শুক্রবার সকালে পুনরায় বৃদ্ধ মাকে পুনরায় মারধর করে শুধাংশু শিয়ালী। বৃদ্ধ মা জানায় তাকে পানিতে চুবিয়ে, গলায় ফাস দিয়ে ও মারধর করেছে। হাতে বুকে খেচায় পিটিয়ে মারাত্মক যখম করেছে তার নিজ সন্তান শুধাংসু। করুনা শিয়ালী বিগত দিনে ও সন্তানের মারধরের কথা স্থানীয় ইউপি চেয়ারম্যানের স্ত্রীর কাছে জানায়। তাতে ও কোন প্রতিকার হয় নি।

 

অসহায় বৃদ্ধ মা নিরুপায় হয়ে সমাজের সচেতন মানুষদের কাছ এর প্রতিকারের জন্য প্রার্থনা করলে
এগিয়ে আসেবীরমহল গ্রামের ইউপি সদস্য জহিরুল ইসলাম। তার সাহসী ভুমিকায় পাষন্ড সন্তানের হাত হতে রক্ষা পায় বৃদ্ধ মা করুনা।

 

 

আজ শুক্রবারে সন্তানের হামলায় আহত মা করুনাকে সন্তানের হাত হতে উদ্ধার করে ইউপি সদস্য জহিরুল ইসলাম ও এলাকার লোকজন শুধাংসুকে মায়ের চিকিৎসার জন্য বলে আসে। কিন্তু শুধাংসুর উচ্চ বাচ্য কথায় উপস্থিত লোকজন শুধাংশুকে শাসিয়ে চলে আছে।

 

 

উল্লেখ্য বিগত দিনে সুমন ঠাকুর নামে পাশ্ববর্তী এক ব্যক্তি শুধাংসুর সাথে মিলে বৃদ্ধ মাকে ইনজেকশন পুশ করে ঘরে আটকিয়ে রাখে। যা তিনদিন পর স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম সংবাদ পেয়ে তাকে বেহুশ অবস্থায় উদ্ধার করে চিকিৎসা করিয়ে সুস্থ করে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ