বিনোদন

বিয়ে করছেন তারকা রাশ্মিকা মান্দানা!

By admin

February 22, 2022

 

নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ অভিনেত্রী রাশ্মিকা মান্দানা ভারত তথা পুরো পৃথিবী যেনো তাকে চিনে। তিনি যেনো ‘ন্যাশনাল ক্রাশ’। ইতোমধ্যেই তিনি আবারো একবার ভাইরাল হয়েছে ‘পুস্পা’ ছবিতে। তার ‘সামি সামি’ গানের নাচ দেখে সবার হৃদয়ে ঝড় উঠেছে। সেই রাশ্মিকাই এবার পেয়ে গেলেন তার প্রাণের পুরুষকে! খবর সংবাদ প্রতিদিনের।

 

এবার শোণা যাচ্ছে, দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোন্ডার সঙ্গেই নাকি তার বিয়ে হতে চলেছেন রাশ্মিকা। বছর শেষেই ছাদনাতলায় দেখা যেতে পারে দক্ষিণের এই সুন্দরী অভিনেত্রীকে।

 

যেখানে বলা হয়, রাশ্মিকা মান্দানা যদি ভারতের জাতীয় ক্রাশ হন, তাহলে দক্ষিণী নায়ক বিজয়ের ফ্যান ফলোয়িংও কিছু কম নয়। বক্স অফিসে ঝড় তোলা ‘পুস্পা’ ছবির নায়ক আল্লু অর্জুনের সঙ্গে টক্করও রয়েছে বিজয়ের। অনুরাগীরা মনে করেন, বিজয়ের হাতেই রয়েছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ। ‘ডিয়ার কমরেড’, ‘গীত গোবিন্দম’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন রাশ্মিকা ও বিজয়।

 

গুঞ্জন উঠেছে, একটি ফ্ল্যাটেই নাকি একসঙ্গে তারা থাকার প্ল্যান করেছেন রাশ্মিকা ও বিজয়। তবে বিয়ে, প্রেম নিয়ে সেভাবে এখনও মুখ খুলতে দেখা যায়নি রাশ্মিকাকে।

 

এটা গুঞ্জন না সত্যি তা দেখা যাবে কিছু সময় পর। এখন শুধু তার ফ্যানদের সময় গুনার অপেক্ষা।