বিয়ের ১৯ দিনে মঠবাড়িয়ায় গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১

বিয়ের ১৯ দিনে মঠবাড়িয়ায় গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি
নিউজটি শেয়ার করুন

 

মঠবাড়িয়া : পিরোজপুরের মঠবাড়িয়ায় ফাহিমা বেগম (২৫) নামে এক নববধূ বিয়ের ১৯ দিনের মাথায় রহস্য জনক নিখোঁজ হয়েছেন বলে তার মা মমতাজ বেগম রোববার সকালে মঠবাড়িয়া থানায় জিডি করেছেন। মমতাজ বেগম উপজেলার নলী চান্দুখালী গ্রামের জাহাঙ্গীর হোসেন চৌকিদারের স্ত্রী।

 

জিডি সূত্রে জানাযায়, ফাহিমা বেগমের প্রথম স্বামীর মৃত্যুর পর উপজেলার পূর্ব সাপলেজা গ্রামের বাদল মাতুব্বর নামে এক ব্যবসায়ির সাথে মাত্র ১৯ দিন আগে পারিবারিক ভাবে বিয়ে হয়। ফাহিমা গত বৃহস্পতিবার সন্তানের সাথে দেখা করার জন্য বাদুরতলী গ্রামে পূর্বের শ্বশুর ফুল মিয়ার বাড়িতে যান। পরদিন শুক্রবার ফাহিমা ওই বাড়ি থেকে চলে আসলেও সে আর স্বামীর বাড়ি কিংবা বাবার বাড়িতেও ফিরে যায়নি।

 

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের সকল থানায় বার্তা পাঠানো হয়েছে। নিখোঁজ ফাহিমা বেগমকে উদ্ধারের চেষ্টা চলছে।


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ