নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় পুলিশ কনস্টেবল এনায়েত হোসেনকে (৪২) আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২৯ মার্চ) বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালে আত্মসমর্পন করে জামিন আবেদন করেছিলেন এনায়েত। পরে বিচারক ইয়ারার হোসেন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত এনায়েতকে কারাগারে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইবুনালের বেঞ্চ সহকারী মো. হুমায়ন কবির।
তিনি জানান, মামলা দায়েরের পর এনায়েত উচ্চাদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে বৃহস্পতিবার তিনি ট্রাইবুনালে হাজির হন। হিজলা থানায় কর্মরত থাকা অবস্থায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের হয়। পরে সাময়িক বরখাস্ত হলে তিনি পুলিশ লাইন্সে সংযুক্ত ছিলেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, কিশোরী পাশ্ববর্তী মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা। সে সুবাদে হিজলা থানায় কর্মরত কনস্টেবল এনায়েতের সঙ্গে তার পরিচয় হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২০ সালে ১ নভেম্বর কিশোরীকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় নিয়ে যায়। সেখানে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে বসবাস করে। এরপর বিয়ের জন্য চাপ দিলে সুকৌশলে পালিয়ে আসে এনায়েত।
পরে বিয়ে করবে জানিয়ে বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে এনে আবারও ধর্ষণ করা হয় কিশোরীকে। এ ঘটনায় কিশোরী বাদী হয়ে গত ১৪ জুন বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।