বিয়ের দিনেই আত্মহত্যা করলেন বর-কনে!

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২২

বিয়ের দিনেই আত্মহত্যা করলেন বর-কনে!
নিউজটি শেয়ার করুন

 

নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ বগুড়ার শিবগঞ্জে বিয়ের দিনই বর-কনে আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দামগারা কারিগরপাড়া ও মাসিমপুর চালুঞ্জা তালুকদারপাড়ায় এ ঘটনা ঘটে।

 

বর সবুজ মিয়া (২১) মাঝিহট্টের দামগারা কারিগরপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে এবং কনে মার্জিয়া জান্নাত (১৯) একই ইউনিয়নের মাসিমপুর চালুঞ্জা তালুকদারপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। জানা গেছে, নামুজা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন মার্জিয়া।

 

স্থানীয়রা জানান, মার্জিয়া ও সবুজের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে গতকাল তাঁরা গোপনে বিয়ে করেন। বিয়ের পর মার্জিয়াকে নিজের বাড়িতে আনেন সবুজ। কিন্তু সবুজের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় মার্জিয়ার পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি। ফলে ওই দিন সন্ধ্যায় মার্জিয়াকে জোর করে বাড়ি নিয়ে যায় তাঁর পরিবারের লোকজন। এতে রাগে-ক্ষোভে আত্মহত্যা করেন তাঁরা।

 

শিবগঞ্জ থানার উপপরিদর্শক ইমরান হোসেন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ