শিরোনাম

বিয়েবাড়ির ‘চা খেয়ে’ অসুস্থ হয়ে হাসপাতালে ১০

By admin

November 26, 2022

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক ::  লালমনিরহাটের পাটগ্রামে ‘কীটনাশক মেশানো’ চা খেয়ে বিয়েবাড়ির ১০ জন অসুস্থ হয়েছেন। শুক্রবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাগজিপাড়া এলাকার রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। তাদের সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

 

ধারণা করা হচ্ছে, রান্নাঘরে চায়ের পাতা রাখা পাত্রের পাশে কীটনাশকের পাত্র ছিল। চা বানানোর সময় ভুলবশত চা পাতা না দিয়ে কীটনাশক মেশানো হয়েছিল। আর ওই চা খেয়ে অসুস্থ হয়ে পড়েন তারা।

 

 

কনের বাবা রফিকুল ইসলাম বলেন, বিয়ে বাড়িতে নানা আয়োজন নিয়ে তাড়াহুড়ো চলছিল। সে মুহূর্তে অনিচ্ছাকৃতভাবে বাড়ির লোকজন চায়ের পাতা ভেবে কীটনাশক ঢেলে দিয়েছে হয়তো। এটা কেউ জেনে বুঝে করেনি। ভুলবশত হয়েছে।

 

 

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, অসুস্থদের শরীরে বিষক্রিয়ার লক্ষণ স্পষ্ট হয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে পাঠানো হয়েছে।