বরিশাল

বিসিসি নির্বাচন: মেয়র পদে ৪ জনের মনোনয়ন পত্র বাতিল

By admin

May 18, 2023

 

নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদে ৬ জনের মনোনয়ন পত্র বৈধ এবং ৪ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

 

বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদপ্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হয়। রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির এসময় বৈধ এবং বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন।

 

 

বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ, জাতীয় পার্টির মো ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র কামরুল আহসান ও আলী হোসেন।

 

স্বতন্ত্র প্রার্থীরা বাতিল হয়েছেন। তারা হলেন, লুৎফুল কবির, সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের, আসাদুজ্জামান ও নেছারউদ্দিন।

 

 

প্রসঙ্গত, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৬ মে এবং ভোটগ্রহণ হবে ১২ জুন।