বিনোদন

বিষাদের জন্মদিনে ফিরে এলেন এন্ড্রু কিশোর

By admin

November 04, 2020

 

বিনোদন ডেস্ক : এদেশের সংগীতের উজ্জ্বল নক্ষত্র এন্ড্রু কিশোর। ৬ জুলাই না ফেরার দেশে চলে গেছেন এই নন্দিত গায়ক।মৃত্যুর পর আজ আবারও ফিরে এলেন তিনি সবার মাঝে বেদনা-বিষাদ মাখা জন্মদিনে। আজ ৪ নভেম্বর এন্ড্রু কিশোরের জন্মদিন।

 

মৃত্যুর পর এন্ড্রু কি‌শো‌রের এটাই প্রথম জন্মদিন। প্রয়াত এই সংগীত‌শিল্পীর জন্ম‌দিন উপল‌ক্ষে প‌রিবা‌রের কো‌নো আ‌য়োজন নেই ব‌লে জা‌নি‌য়ে‌ছেন তার স্ত্রী লি‌পিকা এন্ড্রু। তি‌নি ব‌লেন, ‘এন্ড্রু কিশোরের জন্য সবাই দোয়া কর‌বেন। এটাই তার জন্য, তার বিদেহী আত্মার জন্য কাজে লাগবে।’

 

১৯৫৫ সালের ৪ নভেম্বর জন্মগ্রহণ করা এন্ড্রু কিশোর সিনেমার প্লেব্যাক শুরু করেন ১৯৭৭ সালে আলম খানের সুরে ‘মেইল ট্রেন’ ছ‌বি‌তে ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ নামের গান দিয়ে। প্রায় চার দশক সিনেমার গান গেয়েছেন তিনি। স্বীকৃ‌তিস্বরুপ পে‌য়ে‌ছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।