অন্যান্য

বিশ্বের ‘সবচেয়ে অপরিচ্ছন্ন’ মানুষের মৃত্যু

By admin

October 26, 2022

 

অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে গোসল না করা ‘বিশ্বের সবচেয়ে নোংরা’ মানুষের মৃত্যু হয়েছে। ইরানি এই ব্যক্তির মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর। বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে তার। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরান জানিয়েছে, আমাউ হাজি নামের ওই ব্যক্তি রোববার দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশের দেজগাহ গ্রামে মারা যান।

 

 

খবরে বলা হয়েছে, একটি খুপরিতে বসবাস করতেন আমাউ হাজি। তিনি ৬০ বছরেরও বেশি সময় ধরে গোসল ও সাবান ব্যবহার করেননি। গ্রামবাসীরা বলেছেন যে, তিনি যৌবনে মানসিক রোগে আক্রান্ত হওয়ার কারণে কখনো পানি ব্যবহার করেননি।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

২০১৪ সালে তেহরান টাইমস রিপোর্ট করেছিল যে, হাজি রোডকিল খেতেন, পশুর মলমূত্রে ভরা একটি পাইপ দিয়ে ধূমপান করতেন। তিনি বিশ্বাস করতেন যে পরিচ্ছন্নতা তাকে অসুস্থ করে তুলবে।

 

 

ইরানের সাংবাদমাধ্যমে বলা হয়, তার জীবনের ওপর ভিত্তি করে ২০১৩ সালে “দ্য স্ট্রেঞ্জ লাইফ অব আমাউ হাজি” নামে একটি ছোট ডকুমেন্টারি ফিল্ম নির্মাণ করা হয়েছিল।