আন্তর্জাতিক

বিশ্বকাপ হারায় ফ্রান্সের সড়কে দাঙ্গা

By admin

December 19, 2022

 

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে গেছে ফ্রান্স। এরপরই রাজধানী প্যারিসের সড়কে নামেন দেশটির ফুটবল সমর্থকরা। এসময় তাদের বিক্ষোভ করতে দেখা যায়। বিক্ষোভের একপর্যায়ে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আটক করা হয় বেশ কয়েকজনকে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

 

বলা হয়েছে, উত্তেজিত ফুটবল ভক্তদের সামলাতে পুলিশ লাঠিচার্জ করেছে। সোশ্যাল মিডিয়াতেও এ ঘটনার বেশকিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।

 

 

এদিকে বিক্ষোভের আশঙ্কায় রোববার ১৪ হাজার পুলিশ মোতায়েন করার কথা আগেই জানিয়েছিল ফ্রান্স সরকার। ফাইনাল ম্যাচ দেখার জন্য প্যারিসে বা অন্য কোনো শহরে ‘জায়ান্ট স্ক্রিন’ বসানোর অনুমতিও দেওয়া হয়নি।

 

 

খেলার শেষ হওয়ার পর শহরে সহিংসতা শুরু হলে দাঙ্গা পুলিশ ফুটবল ভক্তদের ওপর টিয়ার গ্যাস ছুড়েছে বলে জানা গেছে। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, গায়ে ফ্রান্সের পতাকা জড়িয়ে সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ঢিল, বোতল ও আতশবাজি ছুঁড়েছে। তার পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করছে।

 

 

খবরে বলা হয়েছে, সংঘর্ষে জড়িত কয়েক ডজনকে গ্রেপ্তার করা হয়েছে।