খেলাধুলা

বিশ্বকাপে দুইবার গোল্ডেন বল জয়ী একমাত্র ফুটবলার মেসি

By admin

December 19, 2022

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: মাথা উঁচু করেই বিশ্বকাপকে বিদায় জানালেন লিওনেল মেসি। ফাইনালে করেছেন জোড়া গোল। সর্বাধিক গোলের তালিকায় ফ্রান্সের কিলিয়ান এমবাপে তাকে টেক্কা দিলেও কাতার বিশ্বকাপের সেরা ফুটবলারের শিরোপা জিতেছেন মেসি। পেয়েছেন গোল্ডেন বল। এর মাধ্যমে বিশ্বমঞ্চে দুইবার গোল্ডেন বল জয়ী একমাত্র ফুটবলার হলেন মেসি।

 

 

এর আগে ২০১৪ সালের বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছিলেন মেসি। কিন্তু সেইবার জার্মানির কাছে ১-০ গোলে হারের পর চোখের জলে সেই পুরস্কার নিয়েছিলেন মেসি। তবে বিদায় মঞ্চ রাঙিয়ে এবার হাসতে হাসতে নিলেন সে পুরস্কার।

 

 

পাশাপাশি ফাইনাল ম্যাচে আরো রেকর্ড করেছেন মেসি। বিশ্বকাপ ইতিহাসে তিনিই একমাত্র খেলোয়াড় যিনি নকআউট পর্বের সব ম্যাচেই গোল করেছেন।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা, অতিরিক্ত সময়ে ৩-৩। এরপর টাইব্রেকার রোমাঞ্চ ছাড়িয়ে ৪-২ গোলে জয় আর্জেন্টিনার, তাতেই তৃতীয়বারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন আকাশি-সাদারা।