বিশেষ ক্লাসের বেতন দিতে না পারায় তিন বিষয়ে ফেল

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২২

বিশেষ ক্লাসের বেতন দিতে না পারায় তিন বিষয়ে ফেল
নিউজটি শেয়ার করুন

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: ‘বিশেষ ক্লাস’-এর ১২ মাসের বেতন ছয় হাজার টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় এক মেধাবী ছাত্রীকে নির্বাচনী পরীক্ষায় তিন বিষয়ে ফেল করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের, আর অভিযোগ ওই স্কুলের সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

 

 

ভুক্তভোগী ছাত্রী আগামী বছর অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষায় তাকে অংশ নেওয়ার সুযোগ দিতে গত বৃহস্পতিবার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আজিজুল হকের কাছে লিখিত আবেদন করেছে। ঘটনা খতিয়ে দেখতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক।

 

 

লিখিত আবেদনে সূচনা দাস নিতু নামের দশম শ্রেণির মানবিক বিভাগের (রোল নম্বর-৩) ওই ছাত্রী উল্লেখ করে, কথিত বিশেষ ক্লাসের ফি ছয় হাজার টাকা না দেওয়ায় গত ৮ নভেম্বর স্কুলে নির্বাচনী পরীক্ষা চলাকালে হল থেকে তাকে ডেকে নিজের কক্ষে নিয়ে যান সহকারী প্রধান শিক্ষক লায়লা আক্তার। এরপর অনেক শিক্ষকের সামনে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও অপমান-অপদস্থ করা হয়। ওই সময় নিতু বারবার তাকে পরীক্ষার হলে যেতে দেওয়ার অনুরোধ করলেও তিনি তাকে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখেন। ফলে তার ভূগোল পরীক্ষা খারাপ হয়। পরদিন বিজ্ঞান পরীক্ষা থাকায় সেটিও খারাপ হয়েছে। ফেল করিয়ে দেওয়া হয় গণিতেও।

 

 

নিতু বলে, ‘আমার বাবা একটি প্রতিষ্ঠানের গার্ড ও স্বল্প আয়ের চাকরিজীবী। নিজে টিউশনি করে পড়াশোনার খরচ চালাই। আমার স্কুলের কোনো মাসের বেতন বকেয়া নেই এবং পরীক্ষার ফি-ও দিয়েছি নিয়মিত। স্কুলের বেতন ও নিজের খরচ চালানোর পর বিশেষ ক্লাসের বেতন দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। ’

 

 

নিতু অভিযোগ করে, সে পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করলেও স্কুল কর্তৃপক্ষ তা দেখাতে বাধ্য নয় বলে জানিয়ে দিয়েছে। অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক লায়লা আক্তার বলেন, ‘সেদিন একটি ভুল-বোঝাবুঝি হয়েছিল। এর বেশি কিছু নয়। ’

 

 

অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুল হক বলেন, ‘অভিযুক্ত শিক্ষক ঘটনা সরাসরি অস্বীকার না করে ঘুরিয়ে উত্তর দিয়েছেন। তাই ঘটনা তদন্তে এক সদস্যের কমিটি গঠন করে একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়েছি। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেব। ’


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ