আন্তর্জাতিক

বিমানবন্দর থেকে ৪৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইতালি

By admin

October 21, 2020

 

করোনাভাইরাসের সংক্রমণের কারণে বাংলাদেশসহ ১৬টি দেশের নাগরিকদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকায় বিমানবন্দর থেকে অন্তত ৪৭ জন বাংলাদেশিদেরকে দেশে ফেরত পাঠিয়েছে ইতালি সরকার।

 

এরমধ্যে মিলান থেকে চারজন এবং কাতারের দোহা থেকে বাকিদের ইতালি প্রবেশের সুযোগ দেয়া হয়নি। তবে, আইন অনুযায়ী সাধারণ স্টে পারমিট ধারীদের দেশে ফেরত পাঠানোর সুযোগ নেই বলে দাবি কমিউনিটি নেতাদের।

 

ইতালিতে প্রবেশে সরকারি নির্দেশনা যথাযথভাবে বিমানবন্দরগুলোতে না পৌঁছানোর ফলেই এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।