ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০
বিপুল ভোটে বিজয় নিশ্চিত করে নিউজিল্যাণ্ডের প্রধানমন্ত্রী হয়েছেন জাসিন্ডা আর্ডান। আজ (শনিবার) বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে এমন তথ্য পাওয়া গেছে। সংবাদে বলা হয়, সম্ভবত কয়েক দশকের মধ্যে এই প্রথম দেশটিতে একক-দলীয় সরকার গঠন হতে যাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে মহামারী করোনাকালে তার সফলতার কারণেই এই বিজয় এসেছে। মানুষজন ভালবেসে ভোটের মাধ্যমে তাদের রায় জানিয়েছেন। এর মধ্য দিয়ে তার সংস্কার এজেন্ডা বাস্তবায়নের সুযোগ পেয়ে গেলেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত দুই তৃতীয়াংশ ভোট গণনা হয়েছে। যার মধ্যে ৪৯ দশমিক দুই শতাংশ ভোট পেয়েছে আর্ডার্নের লেবার পার্টি। অর্থাৎ দেশটির পার্লামেন্টের ১২০ আসনের মধ্যে ৬৪টিতে তার দল জয়ী হওয়ার আভাস দিচ্ছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক