ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২২
আজই পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের লিগের(বিপিএল) অষ্টম আসরের। এবারের আসরের প্রথম অর্ধশতক তুলে নিয়েছেন মিনিস্টার গ্রুপ ঢাকার ওপেনার তামিম ইকবাল খান। খুলনা টাইগারসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেই ফিফটি তুলে নিয়েছেন এই বাঁ-হাতি ব্যাটার।
ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেন ঢাকার দুই ওপেনার তামিম ইকবাল এবং মোহাম্মদ শেহজাদ। ওপেনিং জুটিতে ৮.১ ওভারে ৬৯ রান। শেহজাদ ফেরেন ব্যক্তিগত ৪২ রানে।
পাটর্নার আউট হলেও আপন তালেই খেলে যেতে থাকেন তামিম। সেই সুবাদে তুলে নেন এবারের আসরের প্রথম অর্ধশতক। অবশ্য অর্ধশতকে পা দেওয়ার পর বেশিক্ষণ ক্রিজে অবস্থান করতে পারেননি তিনি। ব্যক্তিগত ৫০ রানেই কামরুল হাসান রাব্বির বলে ক্যাচ তুলে দেন নাভিন উল হকের হাতে। ৪২ বলে খেলা ইনিংসটি ৭টি চারে সাজানো।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক