আন্তর্জাতিক

বিদ্যুতের তার ছিঁড়ে প্রাণ গেল ২৬ জনের

By admin

February 02, 2022

 

মধ্য-আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসার উপকণ্ঠে হাই ভোল্টেজ বিদ্যুতের তার ছিঁড়ে বাসা-বাড়ি এবং স্থানীয় একটি বাজারে পড়ে অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার দেশটির সরকারের একজন মুখপাত্র বিদ্যুতায়িত হয়ে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় দেশটির সরকারের মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া বলেছেন, নিহতদের মধ্যে ২৪ জন নারী এবং দু’জন পুরুষ। এছাড়া আরও দু’জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

 

দেশটির জাতীয় বিদ্যুৎ কোম্পানির এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সকালের দিকে ভারি বৃষ্টিপাতের সময় বিদ্যুতের তার ছিঁড়ে বাসা-বাড়ি এবং বাজারে পড়েছে। নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে এই কোম্পানি।

 

টুইটারে কঙ্গোর প্রধানমন্ত্রী সামা লুকোনদে বলেছেন, বৈরী আবহাওয়ার কারণে আজ সকালে ফেজ কন্ডাক্টর বিচ্ছিন্ন হওয়ার পর মাতাদি-কিবালা বাজারে ভয়াবহ এক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী ও পুরুষরা প্রাণ হারিয়েছেন। আমি নিহতদের পরিবারের অপূরণীয় ব্যথা ভাগাভাগি করে নিচ্ছি। আহতদের জন্য সমবেদনা প্রকাশ করছি।

 

অনলাইনে ছড়িয়ে পড়া মাতাদি-কিবালা বাজারের ভিডিওতে দেখা যায়, গর্তের পানির মধ্যে কয়েকটি মরদেহ পড়ে আছে। এই গর্তের মধ্যে পড়ে যাওয়ার পর তারা বিদ্যুতায়িত হন। ভিডিওতে লোকজনকে মরদেহ ঘিরে আহাজারি করতে দেখা যায়। তবে রয়টার্স এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।

 

প্যাট্রিক মুয়ায়া বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি ওই এলাকা পরিদর্শন করেছেন। সরকার মর্মান্তিক এই ঘটনায় সংকটকালীন বৈঠক ডেকেছে। তিনি বলেন, গত ৭ জানুয়ারির এক বৈঠকের পর সরকার ইতোমধ্যে এই বাজারটি অন্যত্র সরিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছে।

 

দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি বলেছেন, বাজারটির অবস্থান রাজধানী কিনশাসা এবং বন্দর নগরী মাতাদির মধ্যে চলাচলকারী সড়কে যানজট বৃদ্ধি করেছে।