ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২২
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ বুধবার বেলা ৩টায় গুলশানের বাসা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে তাঁকে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাঁকে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
গত বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পরে প্রায় সারা বছরই হাসপাতাল-বাড়ি করতে হয়েছে খালেদা জিয়াকে। শেষবার ৮১ দিন চিকিৎসা নিয়ে গত ১ ফেব্রুয়ারি বাসায় ফেরেন খালেদা। বাসায় ফিরে ২৩ ফেব্রুয়ারি করোনার বুস্টার ডোজও নিয়েছেন।
এর আগে সবশেষ গত ১৩ নভেম্বর হাসপাতালে নেওয়া হয় ৭৬ বছর বয়সী বিএনপি চেয়ারপারসনকে। এরপর তাঁর লিভার সিরোসিস শনাক্ত হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক