বিনোদন

বিকিনি পরা ছবিতে উত্তাপ ছড়ালেন পরীমনি

By admin

September 20, 2020

 

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের লাস্যময়ী নায়িকা পরীমনি। পছন্দ করেন সব সময় আলোচনায় থাকতে। এরইমধ্যে নিজের লাস্যময় চেহারা আর ফিটনেস দিয়ে কাবু করেছেন লাখ লাখ তরুণের মন।

ভক্তদের খুশি রাখতেই বিভিন্ন সময় বিভিন্ন রূপে হাজির হন তিনি। রোববার তিনি তার ফেসবুক পেইজে আপলোড করলেন নতুন একটি ছবি। যাতে দেখা গেল, সুইমিং পুলে বসে পোজ দিয়েছেন এই নায়িকা। আর সেই ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যার ক্যাপশনে তিনি লেখেন, কুল। ফেসবুকে পোস্ট করার পরপরই ছবিটিতে তার হাজার হাজার ভক্ত-অনুরাগীদের রিয়েক্ট ও কমেন্টে ভরে গেছে।

 

মুহূর্তেই পোস্টটিতে ১৬ হাজারেরও বেশি লাইক ও আড়াই হাজারেরও বেশি কমেন্ট পড়ে। অনেক ভক্তরা ছবিটির প্রশংসা ও অনেকে নেতিবাচক মন্তব্য করছেন।