বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমাজকল্যাণ বিভাগে সশস্ত্র হামলা চালিয়েছে মুখোশধারী সন্ত্রাসীরা। ভাঙচুর চালানোর পাশাপাশি ওই বিভাগের কর্মচারী মিজানুর রহমান বাচ্চুকে কুপিয়ে আহত করেছে তারা।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত বাচ্চুকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে সহকর্মীরা।
সমাজকল্যাণ বিভাগের প্রধান অধ্যাপক আব্দুস সবুর বলেন, দুপুর ১টার দিকে মুখোশধারী ২০-২৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র ও রড নিয়ে বিভাগে প্রবেশ করে। ঢুকেই তারা আমাদের স্টাফ মিজানুর রহমান বাচ্চুর মোটরসাইকেল ভাঙচুর করে। এরপর দ্বিতীয় তলায় উঠে বাচ্চুকে মারধর ও কুপিয়ে আহত করে। পাশাপাশি বিভাগের অফিসের টিভি, কম্পিউটার, চেয়ার-টেবিল ভাঙচুর করে। পরে তারা সিসিটিভি রেকর্ড ও মেশিন নিয়ে যায়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া জানান, কারা এবং কেন হামলা করেছে সে বিষয়ে আমরা কিছুই জানি না। পুলিশ তদন্ত করছে।
আহত মিজানুর রহমান বাচ্চু জানান, মুখোশধারীদের কাউকে তিনি চেনেন না।
বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি।