ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১
নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে করা মামলায় বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর ৭ম যুগ্ম মহানগর দায়রা জজ মো. আফতাবুজ্জামানের আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
সকালে সালাউদ্দিন আহমেদ আদালতে আত্মসমর্পণ করেন। পরে তার আইনজীবী জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কদমতলীর থানার এই মামলায় আসামি ৫৮ জন। ২০১৫ সালে মামলাটি দায়ের করা হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক