ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২২
বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা ১২টার দিকে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম নগরীর পাঠানপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি পুঠিয়ার বানেশ্বরে মজির উদ্দীন নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। এই মামলায় গত ১১ জানুয়ারি নাদিম মোস্তফার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গত মার্চ মাসে উচ্চ আদালত থেকে তিনি ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, ২০১৫ সালের একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। এই মামলায় রাজশাহী জেলা গোায়েন্দ পুলিশ নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক