আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন বুলু শনিবার (১৪ জুন) বিকেল ৪ টায় উপজেলার বিভিন্ন গ্রামে জনসংযোগ কর্মসূচি পালন করেন।
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হিসেবে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
আনোয়ার হোসেন বুলু সাহেবগঞ্জ, বৈঠাখালি, ওলমা, বড়ভিটা, বিপ্রবোয়ালিয়া, নবাবের তাম্বু, জয়সার ও খঞ্জর গ্রামের জনগণের মধ্যে বিএনপি’র ভিশন ও নির্বাচনী ইশতেহার তুলে ধরেন এবং দলের বিজয়কে সুনিশ্চিত করতে দলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন মোকাবেলা করতে হবে। তিনি এলাকাবাসীকে আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং জয়ী হলে এলাকার উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন। তার ভাষ্যমতে, “বিএনপি’র নেতৃত্বেই বাংলাদেশকে আবারও উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব।”
এই জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম সরদার, সাবেক চেয়ারম্যান মোঃ এমদাদুল হক পিন্টু, রাণীনগর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম জাকির হোসেন, রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান বেলাল, রানীনগর উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক নওশাদুজ্জামান, সহ নাসির উদ্দিন, টনি, আবুল কালাম আজাদ প্রমুখ।