বিএনপির গণসমাবেশ এবার সিলেটে বাস চলাচল বন্ধ

প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২২

বিএনপির গণসমাবেশ এবার সিলেটে বাস চলাচল বন্ধ
নিউজটি শেয়ার করুন

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক:: আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। তার একদিন আগ থেকেই নেতা-কর্মীদের ঠেকাতে বাস চলাচল বন্ধ করেছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। তবে মালিক সমিতির দাবি সড়কে অবৈধ সিএনজি-ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে ১৮ ও ১৯ নভেম্বর সুনামগঞ্জ-সিলেট রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

 

বুধবার (১৬ নভেম্বর) রাতে সুনামগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি মোজ্জামেল হক গণমাধ্যমকে বাস বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ সড়কে অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবি জানিয়ে আসছি। ফলে সেই দাবিতে আগামী ১৮ ও ১৯ নভেম্বর সুনামগঞ্জ-সিলেট সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ থাকবে।

 

 

এদিকে, বিএনপির বিভাগীয় গণসমাবেশ কে কেন্দ্র করে ১৯ নভেম্বর সিলেটেও বাস ধর্মঘটের ডাক দিয়েছে মালিক সমিতি। আর আগে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, ফরিদপুরেও বিএনপির গণসমাবেশের আগে যাত্রী পরিবহন বন্ধ ঘোষণা করেন মালিক সমিতি।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ