বিএনপির কমিটিতে আ’লীগের নাম, প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ায় আওয়ামীলীগ সমর্থকের নাম বিএনপির সালামাবাদ ইউনিয়ন কমিটিতে অন্তর্ভূক্ত করার প্রতিবাদে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর বারোটায় কালিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

 

কালিয়া কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মুখে চা বিক্রেতা উপজেলার জোকা গ্রামের মোঃ সিরাজুল ইসলাম খাঁন ওরফে মোঃ সিরাজ খাঁন এ সংবাদ সম্মেলন করেন।

 

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, জন্মগতভাবে তিনি একজন মুক্তিযোদ্ধা পরিবার ও আওয়ামীলীগ পরিবারের সন্তান। তার পৈত্রিক আদি বাড়ি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার শুকতাইল গ্রামে। তার দাদা মরহুম ওয়াজেদ খান একজন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলনেতা ছিলেন। তাই, তিনি সক্রিয়ভাবে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

 

 

তিনি আরো জানান, উপজেলা বিএনপির কতিপয় ব্যক্তি তাকে বিপদগ্রস্থ করার উদ্দেশ্যে ও ক্ষতি সাধনের জন্য ষড়যন্ত্রমূলকভাবে ৭১ সদস্যবিশিষ্ট ৫নং সালামাবাদ ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে ১৬ নং ক্রমিকে সহ-সাংগঠনিক সম্পাদক পদে তার নাম অন্তর্ভূক্ত করে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত করার অপচেষ্টা করছেন। গত ১ জানুয়ারি কালিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব কর্তৃক উক্ত কমিটি স্বাক্ষরিত ও অনুমোদিত হয়েছে।

 

 

তিনি আরো জানান, বিএনপির রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। এমনকি, তিনি কখনো বিএনপি বা এর সহযোগী কোনো সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না। ফলে, তার অজ্ঞাতে ও বিনানুমতিতে বিএনপিতে নাম অন্তর্ভূক্ত করায় রাজনৈতিকভাবে তিনি হেয় প্রতিপন্ন হয়েছেন ও তার মান-সম্মান ক্ষুন্ন হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। পাশাপশি বিএনপির উল্লেখিত কমিটি থেকে তথা বিএনপি থেকে তার নাম বাদ দেয়ার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নের্তৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন।

 

 

সাংবাদিক সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক ও আওয়ামীলীগ মনোনীত ৫নং ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ শামীম আহম্মেদ, উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবীর, কালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহীদুল ইসলাম শাহীসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ