ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২২
বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: নাটোরের লালপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দাদা-নাতিসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে লালপুর পল্লী বিদ্যুৎ সংলগ্ন মাজার বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে শহিদুল ইসলাম (৬০) , শহিদুলের ছেলে সোহাগ (৩৫) এবং সোহাগের ছেলে পাঁচ বছর বয়সী শিশু ইভান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লালপুর থেকে ছেড়ে আসা নাটোরগামী লোকাল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক