জাতীয়

বাস ভাড়া কত কমছে জানা যাবে আজ

By admin

August 31, 2022

 

জ্বালানি তেলের দাম কমার পর জনসাধারণের যৌক্তিক দাবি আমলে নিয়ে পরিবহন ভাড়া কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বুধবার এ বিষয়ে বিআরটিএর বনানী কার্যালয়ে পরিবহন মালিকদের সঙ্গে ভাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া পুর্ননির্ধারণ কমিটির বৈঠক হবে। এতে সিদ্ধান্ত হবে, কিলোমিটার প্রতি কত টাকা ভাড়া কমানো হবে।

 

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী এসব তথ্য জানান। বৈঠকে সচিবসহ বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের উপস্থিত থাকার কথা রয়েছে।

 

আমিন উল্লাহ নুরী বলেন, ভাড়া কমানোর বিষয়ে বিআরটিএ এর বনানী কার্যালয়ে বৈঠক হবে। বৈঠকটি মঙ্গলবার হওয়ার কথা ছিল। কিন্তু বাস মালিকদের একটি পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় হয়নি। বুধবারের বৈঠকে ভাড়া কত টাকা কমবে, তা আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।

 

এর আগে, সোমবার জ্বালানি তেলের দাম লিটারে ৫টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপর থেকেই গণপরিবহনের ভাড়া কমানোর দাবি উঠেছে।