ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৩
বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কোহিস্তানে বাস ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৬ জন বাসের ও ৫ জন কারের যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন। সংঘর্ষের ঘটনার পর দুটি গাড়িই খাদে গিয়ে পড়ে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা শের খান বলেছেন, বাসটি ঘিজার থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল। আর প্রাইভেটকারটি বিপরীত দিক থেকে আসছিল। দুর্ঘটনার সময় বাসটিতে কতজন যাত্রী ছিলেন সে তথ্য সংগ্রহ করা হচ্ছে, একই সঙ্গে প্রাইভেটকারের আরোহীদের তথ্যও জানার চেষ্টা চলছে।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়ে আহতদের যথাযথ চিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক