বামনায় এলজিইডির রাস্তা সংস্কারে নিম্নমানের খোয়া ব্যবহার

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

বরগুনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নে বরগুনার বামনা উপজেলার কালাইয়া সড়ক থেকে তালেশ্বরগামী ১ দশমিক ৫ কিলোমিটার রাস্তা সংস্কার নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ফিয়া অ্যান্ড আফিয়া এন্টারপ্রাইজের অনুকূলে কাজ ক্রয় করা সাব কন্টাক্টের ঠিকাদার স্থানীয় আওয়ামী লীগ নেতা মো: হেমায়েত উদ্দিন মোল্লার কাজে ব্যাপক অনিয়মের সত্যতা মিলেছে।

 

এলজিইডির ২০১৯-২০ অর্থ বছরে প্রকল্পে কারপেটিং কাজের অনুকূলে ১ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। বামনা উপজেলার কালাইয়া সড়ক থেকে তালেশ্বরগামী রাস্তার ১ দশমিক ৫ কিলোমিটার নির্মাণ কাজের এই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে এই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ প্রকল্পের নির্মাণকারী প্রতিষ্ঠান অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাস্তার দুই পাশের কাটা মাটির মিশ্রিত বালি দিয়ে বক্স না করেই নিম্নমানের ইট খোয়াসহ নির্মাণ সামগ্রী ব্যবহার করছে রাস্তায়। এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগের পর কাজ বন্ধ রাখার অনুরোধ করা হলেও এখনও নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ সমাপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ফিয়া অ্যান্ড আফিয়া এন্টারপ্রাইজের অনুকুলে কাজ নেওয়া সাব কন্টাক্টে ঠিকাদার মো. হেমায়েত উদ্দীন মোল্লা।

 

সরেজমিনে কালাইয়া থেকে প্রায় ১ কিলোমিটার সড়ক ঘুরে দেখা যায়, সড়কের কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতি করা হচ্ছে। বালুর পরিবর্তে কাদামাটি দিয়ে তার ওপর নিম্নমানের পুরনো ইটের খোয়া ছিটিয়ে দেওয়া হচ্ছে। নিম্নমানের ইটের ভাঙা অংশ (রাবিশ) দিয়ে কাজ করছেন। পুরনো সড়কের পিচ না উঠিয়ে তার ওপরই নতুন কাজ করা হচ্ছে। এতে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। রাস্তার কাজে স্থানীয় সরকার প্রকৗশল অধিদফতরের (এলজিইডি) কাউকে এসে তদারকি করতে দেখা যায়নি। এমনকি ইটে পা দিয়ে চাপ দিলেই তা ভেঙে যাচ্ছে।

 

অভিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ফিয়া অ্যান্ড আফিয়া এন্টারপ্রাইজের মো. রাজু মুন্সী, কাজের অনিয়মের বিষয় অস্বীকার করে বলেন, আমি কাজটি বিক্রি করে দিয়েছি। কাজের মান এলজিইডি তদারকি করে তারা বিল দিবেন।

 

এ বিষয়ে এলজিডির বামনা উপজেলা প্রকৌশলী মো. জিয়ারুল ইসলাম বলেন, চুক্তি মোতাবেক কাজ না হলে ও কাজে অনিয়ম হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ