বরিশাল

বাবুগঞ্জে ইউএনওর ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি

By admin

July 30, 2021

 

বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমীনুল ইসলামের মোবাইল ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।

 

বৃহস্পতিবার বিকালে ইউএনওর মোবাইল নম্বর থেকে উপজেলার মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীনের কাছে পাঁচ হাজার টাকা চাওয়া হয়।

 

জয়নাল আবেদীন বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে ইউএনওর সরকারি মুঠোফোন নম্বর থেকে ফোন আসে। তখন ইউএনওর পরিচয়ে জরুরি প্রয়োজনে পাঁচ হাজার টাকা দাবি করেন একজন। ব্যাপারটি সন্দেহজনক মনে হলে ইউএনওর নম্বরে ফোন করে টাকা চাওয়ার বিষয়টি জানতে চাই। ইউএনও জানান, তিনি ফোন করেননি, টাকাও দাবি করেননি।’

 

ইউএনও আমীনুল ইসলাম বলেন, ‘ঘটনাটি বিব্রতকর। সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন তাৎক্ষণিক যাচাই করে ভালো করেছেন।’এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ইউএনও।

 

বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘এটি কোন প্রতারক চক্র করতে পারে। ইউএনওর পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’