বাবুগঞ্জে অধ্যক্ষের অপসারণের দাবীতে মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২২

বাবুগঞ্জে অধ্যক্ষের অপসারণের দাবীতে মহাসড়ক অবরোধ
নিউজটি শেয়ার করুন

 

নবকন্ঠ ডেস্ক, বরিশাল : বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবির মজুমদারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলে মিডটার্ম পরিক্ষা বর্জন, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে মিছিল করেছেন ক্যাম্পাসের শিক্ষার্থীরা।

 

 

মঙ্গলবার (৮ নভেম্বর) প্রথমে সকাল ৮ টায় প্রতিষ্ঠানের অধ্যক্ষের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তা‍ঁরা। পরবর্তীতে প্রসাশনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে অধ্যক্ষ ও কর্মচারিদের অবরুদ্ধ করে রাখ‍া হয়।

 

 

পরে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ঢাকা -বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে উর্ধতন কতৃপক্ষ আশ্বস্ত করলে মহাসড়ক থেকে ক্যাম্পাসে ফিরে যায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসে উর্ধতন কতৃপক্ষ শিক্ষার্থীদের সাথে বসে আলোচনায় বসে। এসময় অধ্যক্ষকে অপসারণ ও সকল দাবী মেনে নেওয়ার প্রতিশ্রুতি পেলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি তুলে নেয়।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. ফজলুল হক, জেলা উপ পরিচালক মো. হারুন অর রশিদ, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা, অতিরিক্ত উপ পরিচালক শস্য (ক্রপ) নাসির উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মামুনুর রহমান।

 

 

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের এডিসি নর্থ মো. আব্দুল ওয়ারেস, এসি মো. মেহেদী, এয়ারপোর্ট থানার ওসি হেলাল উদ্দিন প্রমুখ। অধ্যক্ষ অপসারণ আন্দোলনের অগ্রভাগে ছিলেন, শিক্ষার্থী তাছনিম সেতাজ, সুমাইয়া নোমান, জাবেদুর রহমান মাহি, অন্তিম, তাহিদুল প্রমুখ।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ