খেলাধুলা

বাবা হচ্ছেন ক্রিকেটার জহির খান

By admin

October 12, 2020

 

স্পোার্টস ডেস্ক : বাবা হচ্ছেন ক্রিকেটার জহির খান । জহির খানের পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে সোমবার (১২ অক্টোবর) পুনে মিরর এই খবর দিয়েছে। টানা দুই বছর চুটিয়ে প্রেম করেছেন বলিউড তারকা সাগরিকা ও জহির খান।

 

২০১৭ সালের মে মাসে সাগরিকাকে বিয়ের প্রস্তাব দেন জহির। সাগরিকাও এ প্রস্তাব সানন্দে গ্রহণ করেন। পরে নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। সাগরিকাকে নিয়ে জহির এখন সংযুক্ত আরব আমিরাতে। আইপিএল চলকালীন নিজের জন্মদিন উদ্‌যাপন করেছেন সেখানে।

 

২০১৫ সালে ক্রিকেট থেকে অবসর নেয়ার আগে ভারতের জার্সিতে অন্যতম সফল পেসার ছিলেন জহির।

 

২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য জহির টেস্ট ক্যারিয়ারে ৩১১টি উইকেট নিয়ে ভারতের হয়ে কপিল দেবের পর সবচেয়ে বেশি উইকেটের মালিক। ওয়ানডেতে তার উইকেট ২৮২টি, যা ভারতের চতুর্থ সর্বোচ্চ।

 

২০০০ সালে ভারতের জার্সিতে অভিষেক হয় তার। এরপর টানা ১৩ বছরের ক্যারিয়ারে ভারতীয় টেস্ট ও ওয়ানডে দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি।