ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, জুন ৬, ২০২২
খুলনার রূপসায় প্রফুল্ল বিশ্বাসকে হত্যার দায়ে তার ছেলে প্রশান্ত বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক তাসনিম জোহরা রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিকে আদালত থেকে কারাগারে নেওয়া হয়।
আইনজীবীরা জানান, রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে পারিবারিক কলহের জের ধরে এ হত্যার ঘটনা ঘটে। ২০১৭ সালের ১৬ জানুয়ারি পারিবারিক কলহের এক পর্যায়ে মাকে মারতে উদ্যত হয় আসামি প্রশান্ত। পরের দিন ১৭ জানুয়ারি মা পাশের গ্রামে মামার বাড়িতে চলে যায়। সন্ধ্যায় ঘরের মধ্যে প্রফুল্লর গলা কাটা মরদেহ উদ্ধার হয়।
এ ঘটনায় নিহতের ছোট ছেলে সুশান্ত বিশ্বাস বড় ভাই প্রশান্ত বিশ্বাসকে আসামি করে রূপসা থানায় হত্যা মামলা করেন। গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দেয় প্রশান্ত।
একই বছরের ১২ অক্টেবর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর পুলিশ পরিদর্শক মাহফুজুল হক প্রশান্ত বিশ্বাসকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক